কাল অন্ধকারের উচ্চতা কতটুকু ছিলো ? রিখটার স্কেলে কি মাপা গিয়েছিলো আমার জ্বর ? গহীন গাঙ্গে আমার হাঁটু ভিজেছিল - চন্দ্রচুড় পাহাড়ে গিয়ে সীমানা দেখে এসে তোমার সাথে মেপেছি কৌণিক দুরত্ব -
ইহকালে ভেঙ্গে পড়ে আদম ইভের ভাংগা বাকী আয়নাটুকু । পর পর দশটি দুপুরে আমরা ছিলাম সাইবেরিয়ার পাখি । দেখেছি তুমি সাদা ফিংগে । জলে নামো ওঠো এবং পরকালে আদমের সাথে কতটুকু জল হলে তোমার চলে যাবে সেই অস্থিরতায় পুলসিরাতের ভয়ে থাকো ।
কে বলেছে তোমাকে ভয় পেতে ?
যখন ঝড় উঠেছিল , পাহাড় হয়েছে তুলো , বিক্ষিপ্ত আয়নাল মাঝি শব্দ করে ডেকে ওঠে ঈশ্বর - তখনো আকাশে মেঘ ছিলো -
বলিনি তো তখনো এই পাহাড়ের অন্ধকারে সবচাইতে আড়ালে শখচুড় সাপ আছে ? ঈশ্বর কেন ভেজেন এই ভেজা জলের বিছানায় !


২.০৯.১৫