মন্দাক্রান্তা সন্ধ্যায় নবনীর কোলে মাথা রেখে তোমার মনে পড়ে সপ্তদশ চ্যাপ্টারটা ভুল ছিল - যুথবদ্ধ সংসারে যে কটা কাঁটা ছিল, দলে গিয়েছিলে তুমি , বাঁকে বাঁকে জোনাকির আলোতে  বলি নবনীর সংসারে কি ভুল থাকে ? চ্যাপ্টার থেকে চ্যাপ্টারে  পা রেখে যাও , অনামিকার হাত ধরো , নিকোটিনের কাছে সমর্পন করো তোমার দলিত শরীর ।
প্রতিটি রাস্তার গায়ে লেগে থাকে কৃষ্ণচুড়া -
তাদের গায়ে হাত রাখি , ঠোঁটের কাছে নিয়ে আসি শিউলির কমলা ডাঁটো ।
জল নেই কাছে , উষ্ণ আমার বুকের কাছে রিনরিনে সুর -
ভালো লাগে কারে যে বলে ? একটা দুটো করে সিঁড়ি ভাংতে ভাংতে শূন্যে যাই -
কতটা পথ বাকী আছে আর ? কতটা পথ বাকী থাকে ?