অবিশ্বাস্য দ্রুততার সাথে মঞ্চ ত্যাগ করলে । জানতে চাইলে না কিছু ।
বায়বীয় কিছু দর্শন থাকে বাতাসের আড়ালে , কিছু গন্তব্যের গভীরতায় ।
তবু বাতাসে ভর দিয়ে নেমে আসে প্রেমের দেবী - মিলিয়ে দিলো আঙ্গুল , অন্তঃকরণ , হাত এবং বুকের বাঁপাশ ।
অভিমানী ভীষণ কেন এতো ? , বুকের ভাঁজে , পাঁজরে,করোটিতে্ , শ্বাসে আটকে রেখেছো বরফের চাঁই -
বৃক্ষের ভেতরেও চিন চিন করা বেদনা থাকে -
যেমন খুলে দিলে আঁচলের গিঁট , মধ্যরাত এবং যাবতীয় জাগতিক লেনদেন -
তবু চুপ করে বেদনা দেখি , সংক্রমনের শেষে ধীরে ধীরে চাঁদের সাথে জাগি -
অচেনা চোখে তুমি বাঁধো নক্ষত্রের গায়ে চুড়ো করা মেঘের রাখি !!