তোমার অসুখ করেছে জাহ্নবী
অলকানন্দার গায়ে রূপান্তরের ইতিহাস
ভুলে গেছি কবেই
যে আমি চিত হয়ে আকাশ দেখি
পিঠের জারুলে বসে গেছে লাল ক্ষতচিহ্ন -


লতাগুল্মের প্রাসাদ তৈরী হয়েছে
মেঘহীন জুনে
পূর্বসূরী নাগ এলিয়ে পড়ে
পশ্চিমের জানালায় --
রাত্রির আকাশে মেঘ করেছে কালো
বিধ্বস্ত গরীব ওষ্ঠ্য ও জানে
ফণীমনসার বনে বেড়ে ওঠে
কুসুমের মাস -


নিরীহ সব বৃক্ষ আর
পাতার সাথে ঘরবাড়ী
যন্ত্রনায় যাপিত জীবনের
একটু ভাগাভাগি -


বৃক্ষের গায়ে , এঁদো ডোবার জলে
ফোর্থ এভিনিউতে
আমার ছায়া ছায়া শরীর
অন্তুপুর খোঁজে -