ধন্যবাদ দেবলীনা - সাক্ষাৎ দেবী হয়েছো বলে অযোধ্যার কালো পাহাড় কেটে নিয়ে এসেছো এই উপকুলে ডাইনোসোরের পাখা - অদ্ভুত চোখে তুমি বলে গেছো কে আছে দুঃখ ভালোবাসে ।
ময়ুরাক্ষী নেমে এলে পদব্রজে - রূপ ঝরে তার কৃষ্ণকলি কন্যাবৎ - আমার চোখে অমাবস্যার শ্লোক , রঞ্জনার দীঘল চুল আমাকে শেখায় যাবতীয় প্রেম কলা । অথচ শীতলক্ষ্যা শীতল সেই আদিম কালের মতই -
রঞ্জনার কালো বাঁকা দেবী চোখ নদী , কৃষ্ণ তার ঠোটের কোনায় নীল ভালোবাসার পদপৃষ্ঠ ।
আমার বুকের ভেতর গহীনের ডাক -
বেঁচে থাকে কে ? আমি পৃথিবীর
তিলোত্তমা নগরীর নোলক -
ইতিহাসের প্রেম নাগরী
বরাবরই প্রেম ভালোবাসি --