ভাংগার ইতিহাস কেউ জানেনি । যেবার পাতাল রেলের ভেতর দিয়ে যাচ্ছিলো উদ্দাম ঘোড়া , দুর্দমনীয় তার গতি , ডায়নার ঠোঁটে ঠোঁট রেখেছিলো ফসফরাস খচিত বৃন্দাবন ...
সেটা ছিলো সংক্রমনের ইতিহাস - প্রপিতামহের কাল অবধি আমার ঘুম ছিলো --


দুর্দান্ত জোনাকির গায়ে লেগেছে সোডিয়াম লাইটের বিচ্ছুরণ - জলের পাশে কালো সবুজ মাঠের পাশে পায়ে হেঁটে যাওয়া বাংলোয় --


নাবালক ছেলেদের ঘুরে ঘুরে ঘুঙুর এর শব্দ শোনা --


সেবার ইতিহাস ভুল পথে গেছিলো - পুরুষের গায়ে লেগে গেছিলো জলীয় রমণীর জলের ছিটা
নির্বাক নর্তকী বঙ্কিম চোখে দেয়ালে ঝুলে ছিলো --