এভাবে মুখোমুখি না হলে কি হয় ? কাঞ্জনজঙ্ঘা কি হেলে দুলে বিকেল পার করে ঘরামি আসবে বলে ? , তুমি কি চাইতে পুদিনা পাতার শরাব ?
অথবা ঘোর কেটে গেলে জান্নাতের হুরী গেলবান থেকে মুখ তুলে বলতে -


এতো ঘোর কেন আজ বিকেলে ?
এক চিলতে বারান্দায় পাশাপাশি বসে কি ছিলো সব অশরীরী কথা -
মধ্যখানে আমাদের আকাশ নেমে দু ভাগ হয়ে গেছে -
লেবুপাতা মাথায় ঢুকে গেছে ব্যাধির মতন - শুধুই ঝি ঝি অন্ধকার -