পাতার সাথে ঘরবাড়ি -শুন্যেই অনেকটা ঝুলে থাকা -
পড়ি পড়ি করে পড়ে যাই না -
দেয়ালের গায়ে লেগে গেছে এক সহস্র বছরের কাম -
তুমি ঘুরে ঘুরে নূপুরের শব্দ শুনতে চাও -
দেয়ালে কান পাতো -


বুকে জল জমে গেছে গ্রাম্য মন্থরার -
রাধার চোখে অপেক্ষার জল
চন্দ্রমল্লিকা পায়ে রক্ত বুঝি ?-


মুখে তামাকের গন্ধ লেগে আছে
শরাবেও মগ্ন বুকের বাঁদিক -
আমাকে বধিরতা পেয়েছে -
আকাশটা বুঝি খুব নেমে এল ?