অদৃশ্য সেই রুহ এর মাহফিলে তুমি ছিলে , আমিও ছিলাম -
যখন আমার রব ডাকলেন --
সংশয়ের সাথে জিজ্ঞেস করলেন - আমি কি তোমাদের রব নই ?
তোমার সাথে একস্বরে বলেছি - আপনিই আমাদের রব -


সেদিন সেই জমায়াতে তোমার বাঁদিকে আমি -
তুমি আমার দক্ষিণে -
অদৃশ্য অথচ শিলং এর পর্বত সদৃশ তোমার উচ্চতা -
জল আমি অথচ শীতলক্ষ্যার মত আমার নাব্যতা -


সেদিন চুড়ো পাহাড়ে ছিলো ঈগল ,
তার পাখার সাথে আমার উষ্ণ ওষ্ঠ্য -
উড়ন্ত আত্মার সাথে আমার হৃদয় -


অদৃশ্য এক গ্রহের রাজার সেনাপতি তুমি ,
তোমার হাতে আকাশ স্পর্শ করে শানানো তরবারি --


কাতার ভেঙ্গে গেছে কয়েক কোটি বছর -
রাণীর সাথে এক লক্ষ পাইক পেয়াদা -
তার মধ্যে ভিন গ্রহের সেনাপতি -
কে তুমি আনত যুবা ?
তোমারে কি চিনি ?