**
তুমি কে হে তিন তাসের জুয়াড়ি?
মুর্ছাপ্রায় আমি দুই দুয়ারে পা রাখি --


**
একটা বৃত্ত একে দিলাম। বন্দী থাকো আজমীরের মতন -
সুরংগ দিয়ে ঢুকছে উষ্ণ শ্বাস-
মৃত আমি,
এই জলে ছিলামই না কোনোকালে-
কেউ কি বলেছিলো কংক্রীটের দেয়ালে
পাখির হৃদয় থাকে?


**
ইচ্ছে হয় মরে যাই , কাটা ফুটে গেলো পায়ে
শরীরে অসুখ
হাড়ে লেগে গেলো পুদিনা পাতার বিষ
চোখে জল এনে বলো দক্ষিণে কেনো বাড়ি
আমি তো পাতার ঘর ভালোবাসি -


**
বিষ নগরী ছুড়ে দাও বিষ তুমি -
লক লক বিষ অজানা আস্তিনে প্রখর্য ভুমি -