২২/১১.১৫


কিছুদিন বৃত্তান্ত হোক পাখিদের সাথে তোমার – যাতনার সাথে নাকি পাখিদের মিল আছে –
জানি গহীনে  চুড় চুড় করে ভেঙ্গে যাও –  ভেতর মুগ্ধতা খেয়ে নিয়েছে গ্রাম বালিকা –তুমি  বাসনা ভালো আদৌ –

তোমার বুক ভেংগেছিলো মেঘের  দেয়া করাঘাতে – বিস্ফোরনে ক্ষয়ে গিয়েছে হারাসাকির জাহাজের পশ্চিম মুখী জানালা – দক্ষিণের দরজায় তুমি পা রাখো – এরপর  তো জলের ভেতর পা –
আমি কি বেসেছি ভালো কোনোকালে   –
কেন এতো ঝাপসা সব আঙ্গিনায় তোমার   ?