কি করে তোমাকে বলি এক্শত একটা রাত পেরুনোর পর
যে সন্ধ্যায় উপনীত হয়েছিলাম সেটা ইউসুফ জুলেখার ছিলো -
আঁট্সাঁট কামরা , উড়ন্ত নদী , ভিজে যাওয়া পালক আর তোমার আমার দাঁড়িয়ে থাকা ব্রীজ  ভেদ করে -
কেঁপে উঠলে  নদী কাঁপে বিন্দু বিন্দু হরমোন  
ছাতিম গাছের ফুল
এব্ং বেয়নেট --


ফিরতে ফিরতে রাত - জনপদ এব্ং একপাল ভেড়ার গল্প
খুব অচিন  মনে হয় -
ভাংগা গাড়ি , পেট্রোলের গন্ধ -  রাস্তায় শুয়ে থাকা কুকুর -
একদিন এই শহরে বাড়ি ছিলো আমার -