নামহীন অরণ্য ঘোষাল  বড় বেশী ফসকা গেরো --
উত্তুংগু আনন্দে বৈঠা বাও  --
ক্ষত রেখে গেলে সাঁওতাল বাড়িতে -
ভালো না বেসে বলো ভালোবাসো উত্তরের ঘর  --  


কে বলেছে ভালোবাসতে ?
উত্তর নাইতে জানে -
দক্ষিণে মুখ করে চুল আঁচ্ড়াতে গিয়ে চিরুণী পড়ে গেলে
ব্যথাহীন বুকে চিনচিনে ব্যথা -
জলের পাথরে পা রেখে
জাফলং এর হাত ধরতেই
এফোঁড় ওফোঁড় --


উত্তরের ঘরে বসন্ত নামে
শীত কুয়াশায় আনচান  রাত্রি  -
কিভাবে বলি ভালোবাসি !!