তিনি বলে গেলেন পৃথিবীর আয়ু আর দুদিনের । যিনি বলে গেলেন তিনি ওপার থেকে আসা ঢেউ
প্রতিদিন কাফন ভাঁজ করেন -
পৃথিবী থেমে গেলে কি হয় ? ফুতকারে যদি আগুন নিভে যায় , বাঁশীতে ফুঁ দিলে থেমে যায় খেলা ,  পাহাড় তুলোর মতন উড়তে থাকে , সুনামীতে বিধ্বস্ত হয় এপারের জনপদ তখনো উত্তরের জানালায় দাঁড়িয়ে দেখবো পশ্চিমের আকাশে সূর্য ওঠা ।
আকাশ কি সেদিন লাল নাকি নীল নাকি সফেদ রঙ এর বিচ্ছুরণে সে কালো অন্ধকার ? -
ভালোবেসেছি পৃথিবীর ধুলা ,অনু পরমানূ নাকি আমাকে ?
প্রতিটা রাতেই নেমে আসে মৃত্যু পাখি -- বুকে হাত দিয়ে তার হাত ধরেছি -
আমার বাঁদিকে রুহ থাকে না , হৃদয়ের গলি -
রুহ নাকি হৃদয় -
কোনটা চান আমার ঈশ্বর ?