Fire Warnings
James Richardson


ভাবানুবাদ – নাজমুন নাহার


এবং সেই সীমানার শেষে
চকমকি কাগজ , ঋষি
ধোঁয়া আর তপ্ত বাতাসে ওড়ে -


জড়ায় ধরেছে মৌমাছিরে
তোমার পিঙ্গল চুল -
আমার হাত
ডুবে যাওয়া আলোয়
জ্বলজ্বল করে –


অথবা বিনিদ্র উষা
অনিয়ত তবু
যা কিছু গেলো পুড়ে
তিহা আর ছাই
কিছুটা জলের সাথে
                 বিজনে বিজনে --


যদিও নক্ষত্রের বুকে
রাগ আর বিষাদ ভুলে
কাঁচ আনাজ আগ্নেয়শিলা
গলে গলে পড়ে --


কখনো যে ছিলাম  জলনিধি
এই আমি এই দিল
পুড়ে যেতে বলো  কতটা বাকী !!