অতএব আমরা পরষ্পরের প্রসারীত  হস্তে নিজেদের সমর্পণ করলাম ।
উচ্ছসিত ক্রন্দনের পরে জড়িয়ে ধরে কাঁদলাম
কতদিন আমাদের দেখা হয়নি
জমি অনাবাদী থেকেছে
শস্যহীন হয়েছে প্রান্তর
অপেক্ষায় থেকেছি
একদিন আমরাও মেহেদীবাগ থেকে হেঁটে অভয়মিত্রের ঘাটে যাবো
নৌকার মাঝিকে হেলে দুলে আসতে বলে অপেক্ষা করবো  আরো কয়েকটা শীত মৌসুমের
তখন কি বৃষ্টি দুষিত করেছে আমাদের ?
এক নামহীন নারী ঈষৎ ইর্ষাকাতর চোখে দেখেছে আমাদের প্রণয় অভিমান?
তবু শোকর করবো সে দুর্দান্ত কৃপণ সময়ের
স্রষ্টার কাছে করুন মিনতি জানাবো
আর কতবার  অপেক্ষা করতে হবে আমাদের
সুতীব্র বিষাদের !