২৭.০৮,১৫


বিক্ষিপ্ত ছিলাম নদী থেকে - ডাকলে তুমি -
চলে এলাম গভীর খাদের কিনারে -
নদী হাঁটে তেছরা হয়ে -
গভীর থেকে গভীরে  চলে যাবার বেলায় পেছন দিক থেকে দেখি তুচ্ছ ঘাসের পাশে বাগান বিলাস।
সবগুলো পর্দা দুলে দুলে ওঠে ,   মঞ্চ থেকে আসে আহত  হরিণের আর্তনাদ   -
ওগো মেয়ে তুমি জলে বুঝি ? কাঁদছ  কেন ?
ছুড়ি ছেঁচে ছেঁচে শান দিয়ে চলে যায় নগর বাসী , নাজারেত থেকে ছুটে আসে যীশুর ছায়া -
তুমি এখনো পথ হারিয়ে বিচ্ছিন্ন হেঁটে যাও -
নেমে যাবে আলো সব ,  
ছায়া খোঁজে  বৃক্ষ সকলর  বায়োগ্রাফী -
আমি অস্থির  আত্মা   -  
মৃত্যুর পেছন থেকে দেখি জীবন এক অমল ছায়া -