হে চন্ডাল - রুদ্র
            ফিরে যাও আদিম নিবাসে
শুয়ে আছি ইস্কাপনের
            ওম ওম আরামে
বিকল হাত - মস্তিষ্ক
এবং হিম শীতে
            শ্রেণী সংগ্রামে  বিধ্বস্ত নদী –


ক্লান্ত প্রাণ তুমি শিবের বালক –
আগুন জ্বালিয়ে অংগার করে দিলে
                  মোহময় স্বর্গের দরজা –
সেখানে আজো ভোর হয়নি –


13/01/17