মৃত্যুর সময় বলে দিয়েছিলাম আমার সব ইউটিলিটি বিল দিয়ে দিও। কথা দিয়েছিলে অথচ দাও নি।এই আকাশ, মাটি, জল, বাতাস সব এবং সবার পাওনা এবং আদিবাসী হরিণের সেই ঋণ --
আজ ঘুনপোকা আর উদপাখি সব খেয়ে নিচ্ছে আমার হাড় মাংস আর পাঁজর। রেবতিদিকে বলেছিলাম দিদি খুদ খাওয়া বিকেলে আমি গংগোত্রীর তীরে বেড়াতে চাই আর কিছু ঋণ ছিলো ওদের ঘরের পাশের যমুনার কাছে - সেগুলো তুমি আমার হয়ে দিও তাকে।
সে হলো না আর - আমি প্রশ্নকারীর মুখোমুখি - আমাকে ক্ষমা করো হে দেবদূতসকল  ----