বাইরে একজনকে  দাঁড় করিয়ে
সাক্ষী মানো পূর্বপুরুষের দেয়া তরজমা
তুমি বলো হারাবার কিছু নেই
অথচ হারিয়েছো সোনাকান্দি বিল
ধবল মাছের পিঠ -
মিনজিরি গাছের পিঁপড়ার  বিষ -


রজনী পার হলে তবু রাত্রি একা দাঁড়িয়ে
অপেক্ষায় থাকে
সারাদিনের সাঁতার সেরে
তার বুকে  মুখ রাখবো
এলোচুল এলিয়ে ধবল জ্যোতস্নায়
সারি সারি নক্ষত্রের গায়ে এঁকে দেবো মৃত্যু ছায়া
তবু মৃত্যুর গায়ে উষ্ণ হাত রেখে জানাই
আসছি প্রিয়তম  
অপেক্ষাই অপেক্ষার শেষ পালা -