তুমি যখন হেঁটে আসলে অপেরা সপ থেকে , এবং বোরখার ভেতর থেকে দু চোখের বিভংগ দেখে আমি কিঞ্চিত বিস্মিত , জেনেছি তুমি এলিজি জানো - জানো নৃত্যের প্রতিটি মুদ্রা , কতটুকু কোমড় বাঁক হলে সমুদ্র পায়ে নেমে আসে - কতটুকু চোখের ইশারায় তুমি কেঁদে ফেলো ঝরঝর করে - একটা ভুল পথে আমি আর তুমি - ,তুমি আর আমি -
কতবার রং  নাম্বারে কল করেছি  !!


----------
কবর
---
রেকি করা রোদচশমায় বাতাস ঢেকে দিয়েছি -
চারপাশ এবং ওপর থেকে নীচ -
নীচ থেকে ওপর -
যাবতকালের সব অসহায় শোধনাগারের মুখ বন্ধ ।
বিশ্বাস করো - পেছন থেকে কামড়ে ধরে তোমার নিঃশ্বাস -
ভেতরে মোচর দেয় গত বছরের নিকেশ,
আমাদের কথা ছিলো একশত একুশটা দেশ নখাগ্রে রাখার -
এবং একটা শেষ দিনে তোমার বুক আমার কবর হবার -
আজকাল মরে যেতে আর ইচ্ছে করে না -
তোমার করে -
বুকে আমার কবর নিয়ে তুমি ঘুমাও কি করে ?