গোধূলি বেলা
      নাজমুস শাহাদাত


রবি যখন ঢুলে পরে পশ্চিমের ঐ কোলে
আকাশ তখন মিশে যায় নদীর ওপারে,
মৃদু বাতাস দিয়ে যায় তখন দোলা
এই হলো আমার গোধূলি বেলা।


পক্ষি তখন উড়ে যায় আকাশ চিরে
তার কিচিরমিচির গানে মনটা যায় ভরে,
উদাসীন মনে বসে থাকি আমি গোধূলি বেলায়
সময় কখন যায় পেরিয়ে থাকে না আমার মনে।


বাদাম তুলে নৌকা চলে নদীর বুক চিরে
আনমনা হয়ে বসে আমি নদীর তীরে,
সময় পেরিয়ে সন্ধা নামে
এভাবেই গোধূলি বেলার সমাপ্তি আসে।