কিভাবে বলবো তোমাকে কেন ভালোবাসি??
তুমি ভীষণ বিশেষত্বহীন,
কেবল যখন ফিকফিকিয়ে একটুখানি হাসো-
তখন মহাকাশের সমস্ত তারা একসাথে আমার চোখের সামনে জ্বলে ওঠে।


কোন কারণ তো খুঁজে পাইনা তোমাকে ভালোবাসার,
তুমি কি করেছ? তুমি তো শাহজাহানের মত প্রিন্স অফ বিল্ডার্স নও
যে ভালোবেসে তাজমহল বানাবে,
বর্ষাকালে শুধু তুমি পুকুরে আমায় নিয়ে কাগজের নৌকা ভাসাও
এইটা কি কোন কারণ হতে পারে তোমায় ভালোবাসবার?


সময়ের ভীষণ টানাটানি তোমার
বাস্তবতার সাথে দৌড়ে বেড়াচ্ছ , হাঁপিয়ে পড়ছ
নিরবিচ্ছিন্ন দাবী উপেক্ষা করে ধাবমান চলমান বাস্তবতার সাথে
তারপরেও যখন তোমায় ডাকলে বলো-"এইতো আমি"
তখনই বুঝতে পারি ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি।


কেন ভালোবাসি???
তুমি যে শিশুর মত আবেগ নিয়ে বলো-
আমাকে একটু ঘুম পাড়িয়ে দিবে?


ভালোবাসবো না কেন তোমায়?
যার স্পর্শে , ধারালো চুমুতে সপ্তসুরে বীণা বাজে
মনে জ্বলতে থাকে লাল নীল দীপাবলি,
তাকে কি মন্দবাসা যায়???


তুমি আমাকে নিয়ে আদিখ্যেতার বাড়াবাড়ি করোনি,
আমি গান গাইলে কেবল চোখ বুজে কেঁদেছ
মধ্যরাত্তিরে ঘুম থেকে ডেকে বলেছ-একটা কবিতা শোনাবে?
তাই কি তোমাকে ভালোবাসি??


কেন তোমাকেই ভালোবাসি?
সাদাকালো ওই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
কেউ মিথ্যা আশ্বাস দেয়নি
ছুটায়নি পরম সত্যের ফুলঝুরি
তবে যখন পায়ে চলা পথ ধরে হেঁটে ফিরতাম বাড়িতে
মাথা ফিরিয়ে দেখেছিলাম-সে দাঁড়িয়ে আছে,
ঠায় তাকিয়ে আছে যে পথে আমি হাঁটছি।


কেন এত ভালোবাসি??
চোখবন্ধ করে যখন স্মৃতিগুলোকে রোমন্থন করি
বুঝতে পারি- এক জনমে সীমাহীন সম্পদ সঞ্চয় করে ফেলেছে
আমার মত এক ছন্নছাড়া মাধুকরী।


তুমি কি প্যারিসের মত সুন্দর?
তাহলে তুমি হয়ত প্লেটোর মত ভাবতে পারো,
নয়ত তুমি একিলিসের মত যোদ্ধা,
অথবা তুমি ইংল্যান্ডের রাজ পরিবারে জন্ম নেয়া রাজপুত্র......


আমার কল্পলোকের রাজপুত্র তুমি যোদ্ধা তবে একিলিস নও
চিন্তাশীল তবে প্লেটো নও
প্যারিস? সেও ভীষণ ধোঁয়াটে, ভীষণ ম্লান
যখন আমার দৈব বীক্ষণযন্ত্র তোমায় দেখে।


তুমি কারোমত নও,কেউ নয় তোমার মত
তুমি কেবলই তুমি।
প্রতিনিয়ত আমার পাপী শরীরে বর্ষণ করছো
তোমার ভালোবাসার অভিশাপ।
তাই বোধহয় আমি তোমাকে এতটা,
এতটা ভালোবাসি।