আমি তোমাকেই খুঁজছি মেয়ে
তুমি হারিয়ে গিয়েছো সে কারনে নয়
বরং কয়েক সেকেণ্ড ধরেই
পূর্ণিমার চাঁদ ঢেকে দিয়েছে মেঘ ।


আমি তোমাকেই চাইছি পুরোপুরি
তোমাকে কখনো পাইনি সম্পূর্ণ সে কারনে নয়
বরং কয়েক সেকেন্ড তোমার দেখা না পেয়ে
নিজেকেই মনে হচ্ছে পুরোপুরি অর্ধেক ।


আমি রাজকুমারী চাইনি কখনোই
আমার প্রেমে গায়ে ছিল না দামি পাঁথর
আমার প্রতিটা রক্তকনিকার সিংহাসনে
খোঁদাই ছিল তোমার নামের অক্ষর ।


আমি অনুমতি ছাড়াই বুনে দিয়েছি
তোমার কল্পনার জলাভুমিতে পদ্মের খামার
এখন আমি সেই পদ্মগুলোর নীল রঙ
আর নীল পদ্মগুলো সবই তোমার ।


আমি তোমার থেকেই কিছু পদ্ম চাইছি
তোমার কাছেই শুধু নীল পদ্ম আছে সে কারনে নয়
বরং তুমিই ঘোচাতে পারবে
বিষাক্ত কিছু নীলচে অন্ধকার ।