আঙুলে অাঙুল ছুঁয়ে তুই গল্প লিখিস ..
তোর না বলা কথাগুলো তুই কাকে বলিস?
আমি রাত জেগে চেয়ে রই তারাদের পানে ..
তোর দুঃখ ব্যথা তুই বলে যা আমার কানে কানে ..


মেঘেদের ভীড়ে তুই স্বপ্ন আঁকিস ..
তোর রংধনু রঙগুলো তুই কোথায় খুঁজিস?
আমি আকাশের নীলে নীলে তোকেই ভাবি ..
তোর ইচ্ছেগুলো তুই ডানা মেলে উড়িয়ে দিবি ..


জলে ডুবে গিয়ে তুই মরণ খুঁজিস ..
তোর সাদামাটা জীবনের অর্থ কি তুই বুঝিস?
আমি লোকাল ট্রেনের গন্তব্যহীন এক নিশ্চুপ যাত্রী ..
তোর পিছু ছুটবে না প্রমিস আর কোন কালো রাত্রি ..


দেয়ালে দেয়ালে তুই বৃত্ত আঁকিস ..
তুই থেমে গিয়ে পিছু ফিরে বল কি এত দেখিস?
আমি সিলিং ফ্যানে ঝুলন্ত নীল ওড়না ..
তোর গল্পগুলো তুই মনের সুখে লিখে যা ..