আমাকে মুক্তি দিতে পারনি কবিতা
যত বারই তোমার গন্ডি ছিঁড়ে বের হতে চেয়েছি
ঠিক তত বারই
আষ্টে পিষ্টে বেঁধে রেখেছ আমাকে
কোন এক অবাধ্যতার সেতু বন্ধনে
যেখানে মুক্তির উল্লাস
নিষ্প্রভ নিস্তেজ
স্রোতহীন মরু ফোয়ারার মত
শুষ্ক অতৃপ্ত।
দুর্বিনীত গতিতে
আমাকে শাসন করছো
অবাধ্য সৈনিকের উপর
ক্ষিপ্ত সেনা পতির মত
আর পরাজয়েরে গ্লানিতে মাখা
উচ্ছাসের নূড়ি
ভেস্তে যাচ্ছে বার বার।
তোমার শাসনের আঘাতে
গড়তে পারছি না
সুবিনাস্ত কার্ণিশে আঁকা
সু প্রসান্ন স্বপ্নিল
একটা প্রসস্ত বাগান।