উপরে পরিবেশ সচেতনতার সাইনবোর্ড
নীচে ময়লার স্তুপ
আহ্ ! কি বাহারী দৃশ্য
যত্র তত্র ময়লার ছড়া ছড়ি
সারা শহর জুড়ে
একটুখানি পরিত্যাক্ত স্থান পেলেই
গড়তে থাকে ময়লার পাহাড়
অবলিলায় ঘাটতে থাকে
কিছু নোংরা প্রাণীর সাথে টুকায়ের দল
ইলেকট্রিক তারে শক খেয়ে পড়ে থাকে
মৃত্য কাকেরা নিদ্বিধায়
জড় হতে থাকে তাদের সহজীবিরা
কিছুক্ষণ চেচামেচির শব্দে মুখরিত হয়
তারপর নিঃরব নিঃস্তব্ধ !
আর আমরা পরিবেশ বাঁচাতে
মশাকে ছেড়ে দেই বাতাসে
ফুসফুসের গন্ধ পাবে বলে
ঘৃণ্য নাটকিয়তায় ভরা পরিবেশবাদীর উচ্ছিষ্ট
কলার ছোবড়ায় আছড়ে পড়ে অন্ধ সমাজ
নিঃবাক মানুষ তবু উঠে, ঘুরে দাঁড়ায়
ঘাড় ফিরে চলতে থাকে আরো একটি
ভাগাড়ের জন্ম দেবে বলে।