এসো এসো এসো আমার চির-পুরানো!
            বুক জুড়ে আজ বসবে এসো হৃদয়-জুড়ানো!
            আমার চির-পুরানো!


    পথ বিপথে কতই আমার নিত্য নূতন বাঁধন এসে যাচে,
    কাছে এসেই অমনি তারা পুড়ে মরে আমার আগুন আঁচে।
          তারা  এসে ভালোবাসার আশায়
                একটুকুতেই কেঁদে ভাসায়,
                ভীরু তাদের ভালোবাসা কেঁদেই ফুরানো।
                বিজয়িনী চিরন্তনী মোর!
    একা  তুমিই হাস বিজয়-হাসি দীপ দেখিয়ে পথে ঘুরানো।


    তুমি যেদিন মুক্তি দিলে হেসে বাঁধন কাটলে আপন হাতে,
                প্রেম-গরবি আপন প্রেমের জোরে,
    জানতে আমায় সইবে না কেউ বইবে না ভার
          হার মেনে সে আসতে হবে আবার তোমার দোরে।


    গরবিনি! গর্ব করে এই কপালে লিখলে জয়ের টিকা
    ‘চঞ্চল এই বাঁধন-হারায় বাঁধতে পারে এক এ সাহসিকা!’
            প্রিয়! তাই কি আমার ভালোবাসা
                    সবাই বলে সর্বনাশা,
    এই    ধূমকেতু মোর আগুন-ছোঁয়া বিশ্ব-পোড়ানো?
                সর্বনাশী চপল প্রিয়া মোর!
    তবে    অভিশাপের বুকে তুমিই হাসবে এসো
                       নয়ন ঝুরানো॥


  (ছায়ানট কাব্যগ্রন্থ)