৮১.
আজ আছে তোর হাতের কাছে, আগামী কাল হাতের বার,
কালের কথা হিসাব করে বাড়াসনে তুই দুঃখ আর ।
স্বর্গ-ক্ষরা ক্ষণিক জীবন-করিসনে আর অপব্যয়,
বিশ্বাস কি নিঃশ্বাস ভর জীবন যে কাল পাবি ধার !
৮২.
হায় রে হৃদয়, ব্যথায় যে তোর ঝরছে নিতুই রক্তধার,
অন্ত যে নেই তোর এ ভাগ্য-বিপর্যয়ের, যন্ত্রণার !
মায়ায় ভুলে এই সে কায়ায় আসলি কেন, রে অবোধ !
আখেরে যে ছেড়ে যেতে হবেই এ আশ্রয় আবার !
৮৩.
অর্থ বিভব যায় উড়ে সব রিক্ত করে মোদের কর,
হৃৎপিণ্ড ছিঁড়ে মোদের মৃত্যুর নিষ্ঠুর নখর; __
মৃত্যু লোকের চোখ এড়িয়ে ফেরত কেহ আসল না,
যে সব পথিক গেল সেথায় নিয়ে তাদের খোশ্ খবর ।
৮৪.
পান করে যাই মদিরা তাই, শুনছি প্রাণে বেণুর রব,
শুনছি আমার তনুর তীরে যৌবনেরই মদির স্তব,
তিক্ত স্বাদের তরে সুরার করো না-কেউ তিরস্কার,
ত্যক্ত মানব-জীবন সাথে মানায় ভালো তিক্তাসব ।
৮৫.
ব্যথার দারুণ, শারাব পিও, ইহাই জীবন চিরন্তন;
জরায় স্বর্গ-অমৃত এ, যৌবনের এ সুখ-স্বপন ।
গোলাপ, শারাব, বন্ধু লাভের মরসুর এই আনন্দের__
য'দিন বাঁচ শারাব পিও, সত্যিকারের এই জীবন ।
(কাব্যগ্রন্থঃ রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম, ফেব্রুয়ারী ২০১০, প্রকাশকঃ বিশ্ব সাহিত্য)