অবহেলা
---------------
------নজরুল ইসলাম খান


আমি শুধু চেয়েছিলাম শান্তভাবে আস্তে ,
হাজার রকম বৈপরীত্যে তোকে নিয়ে বাঁচতে ।
তুই শুধু চাস সারাবেলা সুখ সাগরে ভাসতে ।
কান্না ছাড়া জীবনভরে খিলখিলিয়ে হাসতে ।
তুই যে গেলি তেপান্তরে একঘড়া সুখ আনতে ।
বছরজুড়ে খাবার জন্য  একগোলা ধান ভানতে ।
তুই তো কেবল ব্যস্ত তোর পেটের খাবার রান্ধতে ।
কেমন আছি একলা আমি চাইলি না তা জানতে ।
আমি এখন দাঁড়িয়ে আছি জীবন মৃত্যুর প্রান্তে  ।
তুই ছাড়া যে দেউলে আমি চাসনা কি তা মানতে ?
আমায় ছাড়া একলা জীবন পারবি কি তুই টানতে?
মরে গেলে তখন শুধু পারবি বসে কান্দতে।


১৪/০৫/২০২২