আজিব
-------------
------নজরুল ইসলাম খান


ভালোকে ভালো বললে, মন্দকেও মন্দ বলতে হয়।
ক'জনে আর সেই সাহস পায়?
যুদ্ধ লাগলে সবাই যার যার জীবন বাঁচায়,
ক'জনে আর দেশের জন্য অস্ত্র তুলে নেয় ?
ঘরে সবাই রাজা- উজির মারে ,
বউ কিংবা পোষ্যকে দিয়ে হাত পাকায় ।
বাহিরে সবাই  নিরেট ভদ্র লোক,
অনিয়ম দেখলেই গা বাঁচায় ।
ঘোলা জলে সবাই মাছ  শিকার করে ,
কিংবা আম কুড়াতে চায় ঝড়ে,
বিপদ বুঝলে নিমিষেই সটকে যায়।
সুদিনে আবার সবার আগে এসে দাঁড়ায়,
সবকিছুতে ভাগ বসায়।
কেউ আর কষ্ট করতে চায় না ,
অল্পতেই সবকিছু পেতে চায় ।
বেশি দিন কেউ এক জিনিসে পড়ে থাকতে চায় না,
নিত্য নতুন রূপ বদলায় ।
বেঁচে থাকতে কেউ খোঁজ রাখেনা,
মরার পরে শ্রাদ্ধ খাওয়ায়।
এর ব্যাতিক্রম যদি কেউ কিছু করে,
তবে সে আজিব এ দুনিয়ায়।
এ-যুগে এসব অচল,
সবার কাছে সে বোকা বনে যায়।


৩০/১০/২০২২