অক্ষম
------------
----------নজরুল ইসলাম


এমনি অক্ষম আমরা জগত সংসারে ,
পারিনা রাখতে  কিছুই নিজের  অধিকারে ।
নিরাপদ আশ্রয় ছিল প্রথমে যে মাতৃ কোল ,
হারিয়ে যায় একদিন সে পরম  আশ্রয় স্থল।
ভাই -বোন -বন্ধু নিয়ে বাধি প্রীতির ডোর ,
ভেঙ্গে যায় সে বন্ধন কাটলে মনের  ঘোর।
প্রনয়ে মত্ত হয়ে ঘর বাধি যার সাথে ,
সেই একদিন ভাঙ্গে সব সার্থে নিজ হাতে ।
সন্তান সন্ততি নিয়ে গড়ি সাধের মায়াবন ,
জীবন উজাড় করে যতন করি অনুক্ষণ  ।
সময়ের ব্যাবধানে দেখি কোন  অলক্ষণ ,
উড়াল দিয়েছে পাখি কেটে সব বন্ধন ।
সুখের স্বপ্ন দিয়ে গড়া আমার ছোট নীড় ,
ভেঙ্গে পড়ে সহসা ধরে যে গভীর চিড়।
শৈশব কৈশোর গেছে কোথায় হারিয়ে ,
যৌবন ভেবেছি নিবো নিশ্চয় বাড়িয়ে ।
থাকেনি সোনার যৌবন স্থায়ী বেশী দিন ,
দ্রুত হয়েছি যেন নিষ্কর্মা প্রবীন।
শক্তি, ক্ষমতা, যশ হয়েছে সব বিলীন ,
চেহারা, বেশভূষা হয়েছে বেশ  মলিন ।
নিঃস্বকে  চায়না কেউ বেশী দিন রাখতে ,
মন তাই গররাজি পরবাসে থাকতে ।
প্রকৃত আপন কে আসেনাতো বুঝে ,
নিজের  ঠিকানা পাইনা আর খুঁজে ।
৩০/১২/২০২১