আল কুরআন
-------------------
---------নজরুল ইসলাম খান


আল কুরআন এক আশ্চর্য গ্রন্থ  ।
মুখস্ত করা যায় তার আদ্যোপান্ত ।
অপরূপ শৈলী তার ভাষা ও ছন্দ ।
পাঠে আসে এক অনাবিল আনন্দ ।
অপার রহস্য তার প্রাণবন্ত অর্থ ।
জগতের কল্যাণে বিধান অব্যর্থ ।
নাজিল হয়েছে তা মানুষের জন্য ।
অবুঝ মানুষ তবু বুঝেছে নগন্য ।
পরশ পাথর তারে করেছে যে গন্য ।
সেই মানুষের জীবন হয়েছে ধন্য ।
কুরআনের সাধ যে পায়নি জীবনে ।
তার মত হতভাগা নেই এ ভূবনে।


২৩/০৪/২০২২