আমি তারে খুঁজি
-----------------------
--------নজরুল ইসলাম খান


কয়েক বছর আগে,  ছাদবাগানে
লাগিয়েছিলাম ছোট একটি চারা গাছ এনে ।
ছিল শুধু একটি গাছ আর দু'চারটি পাতা ,
বাঁচাতে তারে ধরেছিলাম ছাতা ।
এই টুকুই ছিল  আমার  সার্থকতা ।


আজ দেখি সেই গাছে ফুল ফলের সমাহার,
সারা গাছ জুড়ে রঙের বাহার ।
এত রঙ ছড়িয়ে দিল কে তার?
কোথা থেকে এসে হলো রঙিন ফুল হার  ?


কে সেই কল্পনার মহা কবি?
যার তুলির আঁচড়ে ফুটে উঠেছে ,
মন মাতানো ছবি ।
আমি তারে খুঁজি,  সেই প্রিয় শিল্পী আমার ।


আমারে যে সাজালো এত সুন্দর করে,
চির সুন্দর আমি, মন ওঠে ভরে ।
এত কারুকার্য ভিতরে ,
বিজ্ঞানীর বিজ্ঞানী তুলনা নাই যার ।
আমি গুণগান গাই তার।


জগৎ বেঁধেছে মহা নিয়মে ,
ব্যতিক্রম হয় না কোন কারণে ।
যেদিকে তাকাই জুড়িয়ে যায় মন,
সারাক্ষণ ,
আমি চির অনুগত তার ।
২৪/০৪/২০২২