আমলনামা
---------------
------নজরুল ইসলাম খান


পরীক্ষার ফলাফল যদি হয় ভালো,
যেচে যেচে অন্যকে জানায় অবিরত ।
আর যদি ফল  হয় সে অনাকাঙ্ক্ষিত ,
আঁধার ঘরে থাকে নিভিয়ে তার আলো ।


দুনিয়াতে ন্যায় পথে  থাকে  যেই  জন ,
মাথা উঁচু করে চলে সকলের মাঝে ।
ভয়ে ভয়ে  থাকে সে ই যাবতীয় কাজে,
অপরাধী হয়েছে যার অশান্ত মন ।


মহাপরীক্ষার শেষে তেমনটা করে ,
হাতে এনে দেবে  যখন আমলনামা  ।
সুখে কারো  মনে  হবে এ যে শাহনামা ,
দুঃখে  কারো পড়বে ব্যথার অশ্রু ঝরে  ।


৩০/১১/২০২২