বাল্যস্মৃতি
---------------------
------------------নজরুল ইসলাম


হঠাৎ পথে যেতে, দেখা হলো তার সাথে ,
ভুলে গেছি কী তার নাম !
স্মৃতিতে আসছে না, চোখেও ভাসছে না,
কোথায় দেখেছি তাকে , কী তার ধাম!
একটু মৃদু হেসে, চোখ তুলে বললো সে,
আমাকে চেনেন ?
কিছু ক্ষণ চেয়ে থেকে , গভীর  ভাবে দেখে,
ভাবছি কী জবাব দেব প্রশ্নের  এহেন ।
ত্রিশ বছর পরে, দেখছি আবার তারে,
মনটা হয়ে গেল ভার।
কবে সেই ছেলে কালে, পড়েছি পাঠ শালে ,
বহু দিন এক সাথে তার ।
কোনও কিছু না বুঝে,  যুক্তি না খুঁজে ,
আচমকা বলেছিলাম , সাথী হবি আমার?
মুখে ভেঙ্গচি কেটে , চোখে লজ্জা এঁটে৷,
বলেছিল সে, সাথী হতে বয়ে গেছে তার।
তারপর কী হলো ? চোখ তার ছলছল ,
আসে না কাছে সে আর।
শুধু দুরে দুরে থাকে , আড়াল হতে দেখে,
বুঝি না মনের কথা তার ।
আমার অবুঝ মন, বোঝে না অভিমান ,
সারাক্ষণ কষ্টে থাকি ।
এদিক সেদিক যাই, যদি কভু দেখা পাই,
মনে মনে ছবি তার আঁকি।
এভাবে বছর তিন , কেটে গেছে মধুর দিন,
হঠাৎ শুনি তার বাবা
দিয়েছে বিয়ে তারে, দুরে কোন নদী পারে ,
কখনও  হয়নি যা ভাবা ।
আমি ও গ্রাম ছেড়ে, উঠেছি শহরে ,
ধীরে ধীরে গেছে স্মৃতি ক্ষয়ে ।
ভাবিনি আজ তারে , দেখবো আর বারে,
যার ব্যথা মনে গেছে  সয়ে ।


০৪/১১/২০২১