বাংলা নববর্ষ
-------------------
----------নজরুল ইসলাম খান


বাংলা নববর্ষ বাঙালির গর্ব ।
হাজার বছরের সংস্কৃতির পর্ব ।
বাঙালির  ইতিহাস- ঐতিহ্যের সর্ব ।
ব্যতিক্রম হলে কিছু, চূর্ণ হয় দর্প ।


চৈত্রের খরা যেন কেটে যায় সহসা।
ফসলের প্রাচুর্য নিয়ে আসে  ভরসা ।
জেগে ওঠে নতুন জীবনের আাশা ।
হৃদয়ে দেখা দেয়  আনন্দ পরশা।


মাঝে মাঝে বয়ে যায় বৈশাখী দমকা।
জীবনটা এলোমেলো হয়ে যায় আচমকা ।
উড়ে যায় সঞ্চিত আবর্জনা  খামাখা ।
প্রত্যাশার বৃষ্টি হয়ে  আসে ধামাকা।


শক্ত করে বাঁধি জীবনের নোঙর ।
সংসার সাজাই করে আড়ম্বর।
পুলকিত হয় দেহ -মন- অন্তর ।
জীবন মনে হয় অনেক সুন্দর ।
১৪/০৪/২০২২