বাস করি গাঁয়ে
--------------------
-----নজরুল ইসলাম খান


বাস করি নিজ গাঁয়ে ,
আম -কাঠালের ছায়ে ।
ক্ষেতে লাগাই সব্জি ,
দুধে ভিজাই কব্জি ।


পাখি ডাকে গাছে ,
পুকুর ভরা মাছে ।
মাঠ ভরা ফসল,
বৃক্ষ ভরা ফুল-ফল ।  


বুক ভরা ভালবাসা ,
চোখ ভরা স্বপ্ন ঠাসা।
গৃহ ভরা স্বজন ,
এমন সুখী ক' জন?


১৫/১১/২০২২