বেকার জীবন
----------------------
--------------নজরুল ইসলাম
আয়ের ভালো উৎস নাই,
জীবন চলে কষ্টে ।
চেষ্টা করে ও পারিনি,
তেমন কোথাও বসতে ।
চোখের পাতায় স্বপ্ন ছিল ,
অনেক কিছু করবো।
করতে করতে একদিন
আকাশটাকে ধরবো।
ধরা হয় নাই আকাশ আমার ,
স্বপ্ন দিছি পুড়তে ।
সময় গেছে অযথাই,
পথে পথে ঘুরতে ।
আপন জনে শুনতে চায় না,
পরাজয়ের  উপাখ্যান ।
আশাহতের প্রতিবাদে,
করছে আমায় প্রত্যাখ্যান।
এমন সময়ে জন্মেছি যে,
সবার অধিক প্রয়োজন।
যে যার মতো লুটে নিচ্ছে ,
অপরের  উপার্জন ।
অন্যের ব্যাথা বোঝেনা কেউ,
পেয়ে নিজের অধিকার ।
বেকার জীবন পেয়েছি আমি ,
পৃথিবীতে  উপহার ।


২৭/১০/২০২১