বিয়ের শর্ত
------------------
-------নজরুল ইসলাম খান


আইন উদ্দীন  মেয়ে দেখতে
গেল এক অর্থে ।
বিয়ে করবে কন্যা যদি,
রাজী থাকে শর্তে ।
বিনা তেলে রাঁধতে হবে,
তেলের ভীষণ দাম ।
গ্যাসের বাজার নিত্য বাড়ে ,
নেবে না তার নাম।
ঘরের চালের ভাত খাবে ,
কিনবে না  চিকন।
ভীনদেশীদের  সংস্কৃতি
চলবে না শিখন ।
সিজার করা চলবে না ,
সন্তান হবে গেহে ।
বুকের মধু দুধ খাওয়াবে
পরম আদর স্নেহে ।
শশুর -শাশুড়ী নিয়ে
থাকবে  এক  সাথে ।
মেনে নিতে পারবে কি না
বলো মেয়ে তাতে ?
টেলিভিশন মোবাইল
সবসময় না পাবে ।
সংসারের কাজ কর্মে
মন দিতে হবে ।
তার এসব শর্তে মেয়ে
রাজি থাকলে পরে ।
বিয়ে করে কন্যারে
নিয়ে যাবে ঘরে ।
শর্ত শুনে মনে মনে
কড়মড়িয়ে রাগে ।
আস্তে করে কন্যা বলে,
ভেবে দেখি আগে ।


১৩/০৫/২০২২