বিপদ মুক্তি
----------------
--------নজরুল ইসলাম খান


দুধের  ছেলে খেলাচ্ছলে খায় যেন  টিফিন ।
কেক নয়, পেডিস নয়, আস্ত  এক সেফটিপিন ।
শোনে যারা, করে তারা, এ কী হল  হায় হায়!
আকাশ ভেঙে পড়ে যেন  বাবা -মার মাথায় ।
পাঁচটি নয়,  সাতটি নয়, একটি মাত্র ছেলে।
কেমন করে বােঁচে থাকবে, তার কিছু হলে ।
নাওয়া খাওয়া বন্ধ হয়ে , শুরু হয় দৌড়ঝাঁপ ।
কোথায় যেয়ে পাবে  বিপদ থেকে এবার মাফ।
হাসপাতাল ক্লিনিক ডাক্তারের চেম্বার,
ঘুরে ঘুরে হতাশায় মাথা ঘোরে বারবার ।
ডাক্তার ভয় দেয়,  আটকে যায় কোথায়!
সিরিয়াল এক্স রে ঘনঘন করে যায়।
দোয়া- দুরদ, ওষুধ এক সাথে চলে।
টেনশন হয় কখন পেট কাটতে বলে।
কিন্তু সে দুষ্টুটা স্বাভাবিক একদম।
খেলাধুলা খাওয়া দাওয়া চলে তার হরদম ।
অপেক্ষার প্রহর শেষ হয় একসময়,
পেট থেকে সেফটিপিন নিজ থেকে বের হয় ।
এক পাহাড় বিপদ মাথা থেকে নেমে যায়।
স্বজনের পৃথিবী যেন হঠাৎ  শান্ত হয়।


১০/০৫/২০২২