বন্ধু আমার হে প্রিয়
---------------+----------
--------নজরুল ইসলাম খান


জগৎ যখন হয়ে ওঠে
আমার কাছে অপ্রিয়,
তোমার কাছে তখন আমায়
ডেকে নিও হে প্রিয়।
দ্বন্দ্ব সংঘাতের  এ পৃথিবী,
আমি এক নীরিহ কবি ,
পারিনা সইতে সব ই,
চারিদিকের বেদনার ছবি।
কাতর চোখে চেয়ে দেখি,
পরিস্থিতি হলো একি!
যে যাকে পারে দেয় ফাঁকি,
সব কিছু সাজিয়ে  মেকি ।
এখানে যারা বিলাস ভোগী,
পৃথিবী তাদের উপযোগী।
যারা থাকে আত্মত্যাগী,
তারা ভীষণ অনুপযোগী  ।
তবু তুমি আছ প্রিয় ,
অনাথের  চির আত্মীয় ।
বিপদে কভু না ছাড়িও,
ডুবতে গেলে হাত বাড়িও ।
নিরীহ জনকে ভালবাসিও,
ভুল হলে ক্ষমা করিও,
বিপথে গেলে সুপথে নিও,
বন্ধু আমার হে প্রিয় ।


১৩/০৪/২০২২