চাওয়া -২
------+---
------নজরুল ইসলাম খান


সকলেই  চায় নিজ সুবিধা পেতে ,
অন্যের যত হোক  কষ্ট  দুর্ভোগ ।
ডাক্তার চায় সবাই রুগী হয়ে আসুক ,
ফার্মাসিস্ট চায় বেশি ওষুধের প্রয়োগ ।
উকিল চায় মানুষ ঝামেলায় পড়ুক ,
আদালতে বেশী বেশী মামলা হোক ।
মাতবর চায় গাঁয়ে ঝগড়া বাড়ুক ,
বিচার করতে তারে ডাকুক লোক ।
শক্তিধর দেশ  চায় যুদ্ধ বাধুক ,
দুদেশেই বেচবে দামে  অস্ত্র ।
বস্ত্র  ব্যবসায়ী চায় মানুষ বাড়ুক ,
বেশী করে বিক্রি করবে বস্ত্র ।
শকুন চায় দেশের  গরু সব মরুক ,
খেয়ে নেবে যতগুলো যায়  খাওয়া ।
বিরোধী দল চায় সরকার পড়ুক ,
দ্রুত যাবে আবার ক্ষমতা পাওয়া ।
শাশুড়ী চায় বউ চাপে থাকুক ,
দেয়না যেন কখনো মাথাচাড়া ।
মাতা হলে চায় নিজের আদরের মেয়ে ,
জামাইয়ের সংসারে হোক সর্ব সেরা ।
কোন একজন না -কি চেয়েছিল,
দেশের সব লোক যাক মরে ।
শীতে সব কাথা গায়ে দেবে ,
সে আর তার বউ আরাম করে ।
আমি কী চাই, তা না-ই বললাম ,
শোনাবে বড় যে বেমানান ।
একমাত্র মা-ই চায় সারাক্ষণ ,
ভালো থাকুক তার সন্তান ।


২৩/০৬/২০২২