ডাক
--------
----নজরুল ইসলাম খান


পায়রা ডাকে বকবকম পাপিয়ার ডাক পিউ ।
কুকুর ডাকে ঘেউ ঘেউ বিড়াল ডাকে মিউ।
হাঁস ডাকে প্যাকপ্যাক মোরগ ডাকে কোক্কুরু ।
বাঘ সিংহের গর্জনে বুক করে দুরুদুরু ।
খিক্ খিক্ করে ডাকে জলে হাড়গিলে ।
হুতোমপেঁচার ডাক শুনে চমকে যায় পিলে ।
গরু ডাকে হাম্বাহাম্বা ভেড়া ডাকে ভ্যাও ।
নবজাতক সব শিশুর ডাক ওয়াও ওয়াও।
কাক ডাকে কা কা কোকিল ডাকে কুহু ।
মানুষের ডাক শুধু  বুঝি না  উঁহ ।
সব প্রাণীর সারাবিশ্বে  একই রকম ডাক ।
মানুষ শুধু  বানিয়েছে  ভিন্ন ভিন্ন  বাক ।
সব জীবকে চেনা যায় গঠন  আর  ডাকে ।
মানুষ শুধু  চেনা  যায় না চেহারা  আর বাকে ।


২৮/১১/২০২০