দুই জীবন
---------------
-----নজরুল ইসলাম খান


জন্ম থেকে দেখে আসছি সুখ দুঃখের  কত কী!
ভাবতে গেলে সে সব কিছু দোলায় দোলে মনটি।
একটি  ঘরে সবাই  মিলে কেমন সুখে  থাকে !
খালে বিলে মাছ কেমন  চলে ঝাঁকে ঝাঁকে !
কাঙ্খিত পত্র পেতে   প্রহর কেমন গোনে !
নীরব প্রেমে  লজ্জাবতী  কল্পনার জাল বোনে।
খেলাধূলা উৎসবে আনন্দেতে  মাতে ।
কেরোসিনে  মিটিমিটি আলো জ্বলে  রাতে ।
অল্প জ্বরে ছটফটিয়ে  মানুষ কেমন মরে !
দশ মাইল পথ পাড়ি দেয়  সারাদিন ধরে ।
দেখেছি যা সব কিছু  বললাম না এখানে ।
বয়স্করা  আমার চেয়ে  অনেক বেশি  জানে ।
এখন আবার দেখছি  একলা সময় কেমন কাটে ।
হয় না আর জটলা কোন ষাণ বাঁধানো ঘাটে ।
ফুল তুলতে যায়না কেউ শিশির ভেজা প্রাতে ।
দল বেধে  যায়না মানুষ গ্রাম গঞ্জের হাটে ।
দুদিনের পথ দু'ঘন্টাায় যায় ইঞ্জিন গাড়ি করে ।
দু'মাসের পথ নিমিষে  যায় হাওয়াই প্লেন চড়ে ।
ঘরে ঘরে বিজলী আলো কেমন করে জ্বলে ।
বিশ্ব জগৎ কেমন এখন সবার হাতের তলে ।
ইন্টারনেট কম্পিউটার কেমন যাদুর থলে ।
পারব না তা শেষ করত সারা দিনও বলে ।
বেঁচে থাকলে আরও কত দেখব দুচোখ ভরে ।
দেখে  নিলাম  দুই জীবনই এপিঠ ওপিঠ ধরে ।


১২/০৫/২০২২