এ জীবনে
------------
----নজরুল ইসলাম খান


আমি তো কোন জন্মান্তর মানিনা যে,
ফের তোমাকে পাবো ।
এ জীবনে যা পাইনি,  তা পেতে
আর কোথায়  যাবো ?
জীবন তো একটাই,  যার ব্যাপ্তি
জন্ম থেকে মৃত্যু ।
ভুল যা করেছি তার প্রায়শ্চিত্ত  জানি ,
হবে না আর পরন্তু  ।
দিনের সূর্য ডুবে গেলে ওঠে
প্রভাতে নতুন রবি ।
জীবনে এলে গোধূলি লগ্ন,
মুছে দেয় সব ছবি  ।
জীবনে একবার শূণ্যতা আসলে
পূর্ণতা কি আর পাবে ?
এ জীবনেই চাই তোমায় আমি,  
সব পরিপূর্ণ ভাবে  ।


০৯/১১/২০২২