ঈদ খরচ
-------------
---------নজরুল ইসলাম খান


এবার ভাই করা হয়নি তেমন ঈদের বাজার ।
বৌ একটি শাড়ী কিনছে শুধু পঞ্চাশ হাজার ।
গলার একটি হার নিছে লাখ দেড়েক দিয়ে ।
সন্তুষ্ট নয় হাত খরচ চল্লিশ হাজার নিয়ে ।
ছেলে যাবে সিঙ্গাপুরে দশ লাখ চায় ।
মেয়ের খরচ না হয় না ই বললাম তায় ।
নিজের জন্য বড় কিছু কেনা হয়নি ভাই ।
নতুন একটি গাড়ি নিয়েই খুশী থাকতে চাই ।
বিশ লাখ দিয়ে কিনছি শুধু একটি পশু ।
কৃচ্ছতা সাধন না হয় করলাম এবার কিছু ।
এত অল্প খরচে কি ঈদ ভালো হয় ?
অনেক বেশী খরচ করছেন  আপনি নিশ্চয় ।
শুনে আমার বন্ধু হয়তো মনে মনে  বলে ,
এ পাগলের উচিৎ এবার ডুবে মরা জলে ।


২৫/০৪/২০২২