গলদ প্রেম
----------------
----নজরুল ইসলাম খান


মন বোঝনা, জন বোঝনা,
চাও শুধু ভালোবাসা।
একটু ভালো লাগলেই ,
কাছে পেতে  কর আশা ।
গায়ের রঙ ফর্সা দেখলে ,  
মনে কর সুন্দরী।
ভেবে নাও এ জগতে ,
তার আর নেই জুড়ি।
জীবনের সব ভালোকিছু,
ভাসতে  দিয়ে উজাড় করে ।
পর করে আপন জনকে ,
হৃদয়  কাঁদে তার তরে ।
কিন্তু দুদিন পরে যখন
ত্বকে ধরে কৃষ্ণ বর্ণ।
তীর্যক বাক্যালাপে তখন
ঝালাপালা হয় কর্ণ।
অবোধ রূপে গলদ প্রেমে
মজে সোনার জীবনখানি,
ভাসিয়ে দিলে দুখ সায়রে
গড়িয়ে  চোখের নোনা পানি ।
প্রেমের খাঁচা ভেঙে শেষে ,
পাখি চায় উড়ে যেতে ।
নিভৃতে একাকীত্বে ,
মন চায় স্বস্তি পেতে ।


২২/১০/২০২২