জিজ্ঞাসা
----------------
------নজরুল ইসলাম খান


শুনছো নাকি ও দাদু ভাই,  অবাক করা কথা !
মানুষ নাকি বানর থেকে লেজ খসে ঘটা !
বিশ্ব নাকি প্রকৃতির আপনা আপনি সৃষ্টি !
সাগরের জল মেঘ হয়ে এমনিতে দেয় বৃষ্টি ।
সূর্য নাকি নিজের থেকে পূর্ব দিকে ওঠে !
পৃথিবী তার কক্ষ পথে নিজ খেয়ালে ছোটে।
মাটি ফুড়ে জগৎ জুড়ে এমনিই হয় ফসল !
বৃক্ষ ভরে আলো করে আপনিই হয় ফুলফল !
স্রষ্টা রূপে নেই যে কেহ ,মানুষ ই সব শক্তি ।
জন্মের পরে মৃত্যুই সব, তার শেষে নেই ভক্তি ।
দাদু বলে, ডাক তো তারে একটুখানি জিগাই।
এখন কেন বানর থেকে  মানুষ হয় না ও ভাই ?
চন্দ্র -সূর্য -গ্রহ -জগত তৈরি হলে  এমনি ।
তবে কেন তৈরি হয়না তোমার  বাড়ি তেমনি ?
স্রষ্টা যদি না থাকে তো জন্ম- মৃত্যু কার হাতে ?
জবাব দিও গভীর ভাবে চিন্তা করে তার সাথে ।


১৪/১১/২০২২