গ্রামের কৃষক
--------------------
-------নজরুল ইসলাম খান


গ্রামের কৃষক আলী যায় শহরে ।
বড় ভাইয়ের মেয়ের বিবাহের  বহরে ।
শহরে যেয়ে আলী হয় যেন অবাক ।
কোথা থেকে এলো এত লোক বেবাক ।
লোকেদের ভিড়ে পা ফেলার ঠাই  নাই ।
গাড়ির শব্দে ঝালাপালা কান তাই৷
উঁচু উঁচু  বিল্ডিং ফাঁকা নেই কোথাও ।
শ্বাস নিতে কষ্ট হয়, থাকে মানুষ  তথাও ।
একান্ত মনে আলী শুধু ভাবে ।
এত টাকা এরা পায় যে কীভাবে !
খেতে বসে আলী পায় ভীষণ কষ্ট ।
যা খায় তার চেয়ে করে  এরা নষ্ট ।
ঈদ ছাড়া পায়না সে এক টুকরো মাংস ।
অথচ ফেলে এরা খাবার বহুলাংশ ।
ড্রেনে  বেঁচে থাকার ভাত দেয় ফেলে ।
বীজ থেকে চাল হয় কত খাটনি গেলে ।
কৃষকের রক্ত পানি করা ফসল ।
মুখ পর্যন্ত আসতে কত যায় ধকল৷।
অথচ কৃষক থাকে অনাহারে ।
কুট কৌশলে রাখে গরীব করে ।
কৃষককে এরা দেয় না মূল্য ।
করে রাখে তাকে অস্পৃশ্য তুল্য।
বঞ্চনায় কৃষক মারা যাবে যেদিন ।
শহরের বাবুরা  ঠিক পাবে সেইদিন ।
কত ধানে কত চাল হিসাবটা বুঝবে ।
গ্রামের কৃষককে  দল বেঁধে খুঁজবে ।


১৫/০৫/২০২২